প্রকাশিত : ২৮ জুন, ২০২০ ১৫:৪৫

নীলফামারীর কিশোরগঞ্জে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নীলফামারীর কিশোরগঞ্জে নদীগর্ভে বিলীন হওয়ার আশংকার খবরে শনিবার দুপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। 

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের তেলীপাড়া, ময়দানপাড়া, রুপালী কেশবা গ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।  এছাড়া তিনি উপজেলার অন্যান্য ভাঙ্গন এলাকার খোজখবর নেন ও জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেন। 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুরের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোফাখ্খারুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, প্রেসকাবের আহ্বায়ক আবু হাসান শেখ প্রমুখ।

উল্লেখ্য যে, আজ জার্নাল বিডি ২৪ ডট কমে নীলফামারীর কিশোরগঞ্জে নদীগর্ভে বিলীন হওয়ার কবলে ৬ শতাধিক ঘর বাড়ি শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে।  

উপরে