প্রকাশিত : ২৮ জুন, ২০২০ ১৬:১৩

বগুড়ায় যমুনার চরাঞ্চলে আগাম বন্যা

অনলাইন ডেস্ক
বগুড়ায় যমুনার চরাঞ্চলে আগাম বন্যা

বগুড়ায় যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে যমুনার চরাঞ্চলে দেখা দিয়েছে আগাম বন্যা। চরের সব ধরনের ফসল ডুবে গেছে। অনেক এলাকায় বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে। গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দির মথুরাপুর পয়েন্টে যমুনার পানি ১৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ রোববার খোঁজ নিয়ে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, হাটশেরপুর, কাজলা কর্নিবাড়ি, বোহাইল ও ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বেশকিছু চরে পানি প্রবেশ করেছে। চরের উর্বর জমিতে চাষ করা পাট, কাউন, আউশ ধান, মরিচসহ বিভিন্ন ফসলের জমি পানিতে ডুবে গেছে। চরের বাড়ি-ঘরগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।

চরের বাসিন্দারা জানান, এবার বর্ষা মৌসুমের শুরুতেই যমুনা নদীর পানি বাড়তে শুরু করায় আগাম বন্যা দেখা দিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।

পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান জানান, শনিবার সারিয়াকান্দি উপজেলার মথুরাপুর পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রোববার ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপরে