প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৫:০০

বগুড়ায় ২৪ ঘণ্টায় ৬১ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
বগুড়ায় ২৪ ঘণ্টায় ৬১ জনের করোনা শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হলেন।

আজ বুধবার বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এক অনলাইন বিফ্রিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

এ সময়ে তিনি জানান, গতকাল ২৫৫টি নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এর মধ্যে বগুড়া সদরে ৩১ জন, শাজাহানপুরে ৯ জন, নন্দীগ্রামে ৯ জন, আদমদীঘিতে ৫ জন, কাহালুতে ২ জন, সোনাতলায় ২ জন, ধুনটে ২ জন ও সারিয়াকান্দি উপজেলায় ১ জন রয়েছেন।

তিনি আরও জানান, নতুন করোনা শনাক্ত হওয়া ৬৯ জনের মধ্যে পুরুষ ৪৩ জন, নারী ১৫ জন ও শিশু ৩ জন।

প্রসঙ্গত, এ পর্যন্ত বগুড়া জেলায় ২ হাজার ৯৭৯ জন করোনা আক্রান্তের মধ্যে ৬৬৯ জন ব্যক্তি করোনা জয় করেছেন। আর মারা গেছেন ৫২ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২৫৮ জন। 

এদিকে, বগুড়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা সদরের ৯টি এলাকাকে চিহ্নিত করে রেড জোনের আওতায় লকডাউন চলছে। তারপর বগুড়ায় দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলছে।

উপরে