প্রকাশিত : ২ জুলাই, ২০২০ ১৫:৫০

বাল্য বিয়ে থেকে রক্ষা হল ১০ শ্রেণির ছাত্রী, কনের মায়ের জরিমানা

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
বাল্য বিয়ে থেকে রক্ষা হল ১০ শ্রেণির ছাত্রী, কনের মায়ের জরিমানা
বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১০ম শ্রেণির ছাত্রী৷ সেই সাথে বাল্য বিয়ের আয়োজন ও সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত৷ বুধবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের ঘোনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷
 
বুধবার রাতে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বিয়ে বাড়িতে হাজির হয়ে ঘটনার সত্যতা পান৷ টের পেয়ে কনের বাবা সিরাজুল ঘটনাস্থল থেকে সরে পড়ে৷ এসময় বাল্য বিয়ে আয়োজনের দায়ে ১০ হাজার ও সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে ২ হাজার টাকা কনের মা বিলকিসের জরিমানা করে ভ্রাম্যমান আদালত৷ 
 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান- বাল্য বিয়ে আয়োজন ও লোকজন জরো করে সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে অর্থদন্ড করা হয়৷ সেই সাথে বাল্য বিয়ে থেকে ১০ শ্রেণির ছাত্রীটির বিয়ে  বন্ধ করাও হয়েছে৷
উপরে