প্রকাশিত : ২ জুলাই, ২০২০ ১৬:১৫

করোনা পরিস্থিতিতে কৃষকের ধান কেটে দিলেন টিএমএসএস এর কর্মীরা

অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতিতে কৃষকের ধান কেটে দিলেন টিএমএসএস এর কর্মীরা

করোনা পরিস্থিতিতে কৃষি শ্রমিক সংকটে দেশের কৃষকেরা যখন দিশেহারা তখন বিভিন্ন অঞ্চলে কৃষকের পাকা ধান কেটে দিয়ে সহযোগীতা করছে টিএমএসএস এর কর্মীরা। এরই ধারাবাহিকতায় গত বুধবার জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চক ফকিরপাড়ায় কৃষক দেলোয়ারের হোসেনের পাকা ধান কেটে দিয়েছেন টিএমএসএস এর কর্মীরা।

এ সময় মাঠে উপস্থিত ছিলেন টিএমএসএস ক্ষেত প্রধান (এইচইএম) মোঃ সোহরাব আলী খাঁন,ডমিন প্রধান অপারেশন-১ মোঃ রেজাউল করিম,প্রকল্প সমন্বয়কারী মোঃ সাজ্জাদ হোসেন,জোন প্রধান সাজ্জাদ আলীসহ  শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

উল্লেখ্য করোনা ভাইরাসের জন্য সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের নির্দেশে সংস্থার কর্মীরা হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় কৃষকের পাকা ধান কেটে দিয়ে সহায়তা করেছে সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।

উপরে