প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ১৭:৩২

১৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
১৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
জয়পুরহাটে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫।
 
আটককৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট সদর থানার জগদিশপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু জাফর বাবু (৪০)।
 
সোমবার সকালে জয়পুরহাট সদর থানার কুঠিবাড়ি ব্রীজ এলাকা থেকে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে।
 
জয়পুরহাট র‌্যাব-৫ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে সোমবার সকাল ১০টায় জয়পুরহাট জেলার সদর থানাধীন কুঠিবাড়ী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ভটভটি গাড়িতে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ বাবুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ভটভটিযোগে জয়পুরহাটসহ আশপাশের এলাকায় বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
 
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সম্পর্কিত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপরে