প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ১৯:৫০

নন্দীগ্রামে ১৫ পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:
নন্দীগ্রামে ১৫ পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া

বগুড়ার নন্দীগ্রামে প্রভাবশালীর ছত্রছায়ায় ১৫ পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ঘরবন্দি করেছে। উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের পাশে ক্ষুদ্র শিমলা এলাকায় এঘটনা ঘটেছে। 

সোমবার সরেজমিনে গিয়ে মানুষের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দেখা যায়। স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে উস্কানি দেয়ার অভিযোগ উঠেছে। 

ঘরবন্দি সুরুজ, শফিকুল, সাত্তার, মিজানুর, এনামুল, মজিদুল, রুবেল, হাকিম, জাহেদুল সহ ১৫ পরিবারের সদস্যরা বলেন, শিমলা সড়কের পাশে পুকুরপাড় দিয়ে সবকটি পরিবার দীর্ঘদিন ধরে চলাচল করে। চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে মৃত নাসির উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক ভুট্রু। বিকল্প কোনো রাস্তা নেই। চলাচলের রাস্তা বন্ধ করায় ১৫ পরিবার ঘরবন্দি। বিষয়টি ইউপি সদস্য কোরবান আলী জেনেও চুপচাপ রয়েছেন। ইউপি সদস্যের মদদেই রাস্তায় বেড়া দিয়েছে বলেও গুঞ্জন চলছে। স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। 

মুঠোফোনে যোগাযোগ করা হলে নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বারেক ফোন রিসিভ করেননি। তবে ইউপি সদস্য কোরবান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কিছু করার নেই। 

এপ্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপরে