প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ২২:৩০

কাহালুর উত্তরসূরী ফেসবুক গ্রুপের বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুর উত্তরসূরী ফেসবুক গ্রুপের বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন

 “আসুন প্রতিবেশীর পাশে দাঁড়াই, সুন্দর সমাজ গড়তে দশে মিলে হাত বাড়াই” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার বগুড়ার কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় “কাহালুর উত্তরসূরী” ফেসবুক গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়।

উক্ত বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, প্রভাষক লুৎফর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালুর উত্তরসূরীর এডমিন আতিক মাহমুদ, মডারেটর শরীফুর ইসলাম (শরিফ), আব্দুর রউফ, সুজন, নওরিন, কারিম, জেবা, রাফেকা, জাহাঙ্গীর সহ কাহালুর উত্তরসূরী ফেসবুক গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ। 

কাহালুর উত্তরসূরীর এডমিন আতিক মাহমুদ এর সাথে কথা বলা হলে তিনি জানান, কাহালু উপজেলার প্রতিটি অবহেলিত স্কুল, মাদ্রাসা ও কলেজে পর্যায়ক্রমে বৃক্ষরোপন করা হবে।

 

উপরে