প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ০৬:১৭

পুলিশিং কার্যক্রম জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিট পুলিশিং:ওসি শিবগঞ্জ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
পুলিশিং কার্যক্রম জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিট পুলিশিং:ওসি শিবগঞ্জ

বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেছেন, পুলিশিং কার্যক্রম জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিট পুলিশিং এর কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষের হয়রানি রোধ ও থানার তৃণমূল পর্যায় থেকে যাওয়া আসার সমস্যার কথা চিন্তা করে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পয়েন্টে ইউনিয়নের নির্ধারিত একজন উপ-পুলিশ পরিদর্শকের (এস.আই) এর উপস্থিতিতে ছোট ছোট অপরাধ মূলক সমস্যাগুলো সমাধান করার জন্যই বিট পুলিশিং এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিহার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বিট পুলিশিং সংক্রান্তে ও  আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন। বিহার  ইউপি চেয়ারম্যন মোঃ মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল, এস.আই আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন ইকবাল, মোফাজ্জল হোসেন ঠান্ডা, সাইফুল ইসলাম, ইউপি সদস্য মোখলেছার রহমান, বজলার রহমান, ইউপি সচিব আলী আজম প্রমুখ।

উপরে