প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৫৫

ইউএনওর ওপর হামলার ঘটনায় আটক ৪

অনলাইন ডেস্ক
ইউএনওর ওপর হামলার ঘটনায় আটক ৪

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার ঘটনায় সন্দেহভাজন প্রধান আসামি আসাদুল হকসহ চারজনকে আটক করেছে পুলিশ ও র্যা বের যৌথ দল।

শুক্রবার ভোররাত পাঁচটায় হিলির কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এছাড়াও ঘোড়াঘাট থেকে জাহাঙ্গীর হোসেন, নৈশপ্রহরী পলাশ ও মাসুদ নামের তিনজনকে আটক করা হয়। তাদের সকলের বাড়ি ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলকায়। আসাদুল হক যুবলীগের সদস্য, জাহাঙ্গির হোসেন উপজেলা যুবলীগের  আহ্বায়ক, মাসুম সিংড়া ইউনিয়ন যুবলীগের সদস্য।

আসাদুল হকের বোন রত্না তার ভাইকে আটকের বিষয়টি ষড়যন্ত্র উল্লেখ করে নির্দোষ দাবি করেন। অপরদিকে পৌর মেয়র করোনাকালে ত্রাণ বিতরণের সময় জাহাঙ্গীর ও আসাদুলের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। তাতে তিনি মারাত্মকভাবে আহত হয়। এ বিষয়ে মামলা রয়েছে। এরা দুজনেই এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে।

উপরে