প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৩২

হিলি সীমান্তে মোটরসাইকেলে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
হিলি সীমান্তে মোটরসাইকেলে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের হিলি সীমান্তে ২ টি মোটরসাইকেলে ১৯৬ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।
 
আটককৃতরা, দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার কলন্দপুর গ্রামের রহমত আলির ছেলে নুরনবী (৩০), হাতিশাউ গ্রামের সাদেক মন্ডলের ছেলে আহসান হাবিব (৩৬) ও কলন্দপুর গ্রামের কাদের মন্ডলের ছেলে আনিছুর রহমান (৩২)।
 
আজ শনিবার সকালে হিলি সীমান্তের বোয়ালদাড় বানিয়াল গ্রামের পাকা রাস্তার ওপর দুইটি ১০০ সিসি আর ১২৫ সিসি মোটরসাইকেলে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে গ্রেপ্তার করে জয়পুরহাট ২০ বিজিবি।
 
জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়ক লেঃকর্ণেল ফেরদৌস রহমান টিটো রাইজিংবিডিকে জানান, আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হিলি বাসুদেবপুর ক্যাম্পের নায়েব সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে নায়ক সাইফুল ইসলামসহ বিজিবি সদস্যদের নিয়ে বোয়ালদাড় ইউনিয়নের বানিয়াল গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে দুইটি মোটরসাইলে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ   নুরনবী,আহসান হাবিব ও আনিছুরকে হাতেনাতে আটক করে।
আটককৃত আসামিদেরবিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে হিলি থানায় সোপর্দ করা হবে। 
উপরে