প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২০ ১৬:২০

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩ তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩ তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় তিনটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঁচ সদস্যের, ফায়ার সার্ভিস চার সদস্যের ও তিতাস ১০ সদস্যের আলাদা তিনটি কমিটি গঠন করেছে ঘটনার রহস্য উদঘাটনে।

আজ শনিবার সকাল থেকেই তিন কমিটির সদস্যরা ঘটনাস্থলের নানা দিক ক্ষতিয়ে দেখছেন।

তদন্ত কমিটির প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট ও জমে থাকা গ্যাসের কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর অভিযোগ তিতাস কর্তৃপক্ষের কাছে তারা গ্যাস লিকেজের ব্যাপারে জানালে তারা ৫০ হাজার টাকা দাবি করে।

গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর  দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে আনা হয়। সেখানে আজ বিকেল পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩০-৪০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে আরও জানা যায়, রাত পৌনে নয়টার দিকে মসজিদের ভেতরে থাকা এসির বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে তারা বের হওয়ার চেষ্টা করেন। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন।

উপরে