প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৩৩

সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য ‘ কভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা ’ ওপর উপজেলা পরিষদ হলরুমে ওই সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ।

সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রোকসানা প্রধান, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা জহুরা আক্তার ও সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান মাহফুজ প্রমূখ।

আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুশারাত জাহান ও মো. আজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

উপরে