প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২০ ২১:১২

কাহালুতে কলেজ ছাত্র খুন,আদালতে দুই আসামীর জবানবন্দি ও ৩ দিনের রিমান্ড মুঞ্জুর

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে কলেজ ছাত্র খুন,আদালতে দুই আসামীর জবানবন্দি ও ৩ দিনের রিমান্ড মুঞ্জুর

বগুড়ার কাহালুতে কলেজ ছাত্র আল মাহমুদ আন্না (১৯) কে পরকিয়া কারণে খুন করা হয়েছে বলে আদালতে জবানবন্দী দিয়েছেন হত্যা মামলায় গ্রেফতাকৃত আসামী সুজন (২২)। মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফোজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দী দেন সুজন। অপর গ্রেফতারকৃত আসামী ওবাইদুল খান (৪০)কে কাহালু থানা পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তাকে ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।  কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, মামলার আসামী সুজন আদালতে তার জবানবন্দীতে বলেন, ওবাইদুল খানের স্ত্রীর সাথে কলেজ ছাত্র আল মাহমুদ আন্নার পরকিয়ার সর্ম্পক ছিল। সেই কারণে ওবাইদুল খান আন্নাকে হত্যার পরিকল্পনা করেন। ৪০ হাজার টাকার চুক্তিতে সুজন ওবাইদুল খানের কথামত আন্নাকে গত রোববার রাতে বাড়ী পার্শ্বে ওবাইদুল খানের ফার্মে ডেকে আনেন । পরেদিন সোমবার সকালে কাহালু থানা পুলিশ ডোমরগ্রাম কেন্দ্রীয় কবরস্থানের দক্ষিন পার্শ্বে পাকা ওয়াল সংলগ্ন স্থানে মাটিতে পুতে রাখা অবস্থায় কলেজ ছাত্র আন্নার লাশ উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী ওবাইদুল খান কাহালু উপজেলার ডোমরগ্রাম পূর্বপাড়ার আলহাজ্ব নওশের আলী খানের পুত্র ও সুজন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শাহালাপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র। সুজন ডোমরগ্রাম ওবাইদুল খানের ফার্মে কর্মচারী কাজ করতেন।  উক্ত ঘটনায় কলেজ ছাত্রের পিতা আজিজার রহমান বাদী হয়ে গত ০৭/০৯/২০২০ইং তারিখে ২জনকে এজাহারভুক্ত ও অজ্ঞানামা আসামী করে কাহালু থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। কাহালু থানা পুলিশ সোমবার হত্যা মামলার আসামী সুজন  ও ওবাইদুল খানকে গ্রেফতার করেন।

উপরে