প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৫৭

ঘোড়াঘাট থানার ওসিকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
ঘোড়াঘাট থানার ওসিকে প্রত্যাহার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমকে ওপর হামলার ঘটনার নয় দিন পর ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টায় প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন পিপিএম।

তিনি আরও জানান, আমিরুল ইসলামকে রংপুর ডিআইজি রেঞ্জে নেওয়া হয়েছে এবং আজিম উদ্দিন নামের নতুন ওসি ঘোড়াঘাট থানায় যোগদান করেছেন। তবে কি কারণে তাকে বদলি করা হয়েছে তা বলেননি তিনি।

প্রসঙ্গত, গেল ২ সেপ্টেম্বর দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ইউএনও ও তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি এখন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

উপরে