প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ২১:২২

বগুড়ায় বিএনপি নেতা মরহুম ওমর ফারুক খানের কবর জিয়ারত মসজিদ-মাদরাসায় দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বিএনপি নেতা মরহুম ওমর ফারুক খানের কবর জিয়ারত মসজিদ-মাদরাসায় দোয়া মাহফিল

বৃহত্তর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্সের নির্বাচিত সভাপতি মরহুম ওমর ফারুক খানের গ্রামের বাড়ী তেলীহারা উত্তরপাড়া মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা ও মরহুম ওমর ফারুক খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত এবং মাদরাসার শিক্ষার্থী এলাকাবাসীর মাঝে তবারক বিতরন করা হয়েছে। রবিবার বাদ যোহর তেলীহারা জামে মসজিদে নামাজ শেষে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়। তেলীহারা উত্তরপাড়া হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম খান রুবেল ও শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। তিনি বলেন, ফারুক ছিলেন একজন সাচ্চা জাতীয়তাবাদী দেশপ্রেমিক। তিনি অত্যন্ত পরিশ্রমী নেতা ছিলেন। বিএনপি ক্ষমতায় থাকতে সভাপতির দায়িত্ব পালন কালে অত্র এলাকায় তার প্রচেষ্টায় অনেক উন্নয়ন হয়েছে। তার অভাব পুরন হবার নয়। আমরা তার আত্নার মাগফেরাত কামলানা করছি। শেষে মসজিদের পাশেই ওমর ফারুক খানের কবর জিয়ারত করা হয়।  দোয়া-মোনাজাত ও কবর জিয়ারেত করেন তেলীহারা উত্তরপাড়া হাফেজিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মেহেদী হাসান হিমু, কৃষকদলের যুগ্ম আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম, সদর উপজেলা সাবেক ভাইসচেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর, মাসুদ রানা মাসুদ, মাহবুব হাসান লেমন, অধ্যক্ষ আলীমুর রাজী তরুন, প্রভাষক আব্দুল লতিফ, প্রভাষক শহীদুল ইসলাম, প্রভাষক আনোযার হোসেন, প্রভাষক খসরু আহমেদ, প্রভাষক মুসা আলম, জাহিদুল ইসলাম, মাহমুদুন্নবী কনক, সেলিম রানা, সৈয়দ নাহিদ হাসান, সোয়েব ইসলাম অভি, সাইমুম ইসলাম, শিপলু, জাহিদুল, ঠান্ডা, রাসেল প্রমুখ। শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল আউয়াল কাফি, সাবেক সাধারন সম্পাদক মকবুল হোসেন আকন্দ, জাহেদুর রহমান, আলতাফ আহমেদ, যুবনেতা সোহেল রানা, আব্দুর রাজ্জাক খন্দকার পেলু, ছাত্রনেতা আল আমিন, আঃ ছালেক, জহুরুল ইসলাম বিরো, মাসুদ রানা, আজমল হোসেন ফকির, মিষ্টার হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।

উপরে