প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২২

হিলিতে পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি ৬ ঘণ্টা পর উদ্ধার

অনলাইন ডেস্ক
হিলিতে পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি ৬ ঘণ্টা পর উদ্ধার

দিনাজপুরের বিরামপুর-হিলির মাঝে ঢেলুপাড়া নামক স্হানে পঞ্চগড় থেকে ঢাকাগামী ৭৯৪ নম্বর যাত্রীবাহী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দু'টি বগি লাইনচ্যুত হয়৷ শনিবার বিকেল ৪ টা ২৮ মিনিটে রেলপথের ২৯১ নম্বর ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে৷ ফলে সোয়া ৬ ঘন্টা ধরে এ পথে রেল যোগাযোগ বন্ধ থাকার পর শনিবার রাত ১০ টা ৩৪ মিনিটে পুনঃরায় ট্রেন চলাচল শুরু হয়৷ 

জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি শনিবার বিকেলে ঢাকা যাবার পথে দিনাজপুরের বিরামপুর স্টেশন-হিলি স্টেশনের মাঝে ঢেলুপাড়া নামক স্হানে ট্রেনের দু'টি বগি লাইনচ্যুত হয়৷ খবর পেয়ে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনা স্হলে গিয়ে রাত ৮ টা ৪০ মিনিটে লাইনচ্যুত বগি দু'টি উদ্ধার করে৷ বগি সংযোগ ও লাইন মেরামত শেষে রাত ১০ টা ৩৪ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়৷ এই দূর্ঘটনার কারনে এ পথে সোয়া ৬ ঘন্টা ধরে সকল ট্রেন চলাচল বন্ধ থাকে৷ ফলে এ পথে যাতায়াতকারী যাত্রী সাধারনকে চরম দূর্ভোগ পোহাতে হয়৷ এ ঘটনার কারন উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে৷

উপরে