প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৩৩

পঞ্চগড়ে জলবায়ু সহনশীল ধান উৎপাদনে কৃষক প্রশিক্ষণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জলবায়ু সহনশীল ধান উৎপাদনে কৃষক প্রশিক্ষণ

পঞ্চগড়ে জলবায়ু সহনশীল ধান উৎপাদন প্রযুক্তির ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন কার্যালয়ে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ইরি’র সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ ওই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম মিয়া।

ফেডারেশন চেয়ারম্যান সহিরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান, আরডিআরএস বাংলাদেশ রংপুর’র কৃষি কর্মকর্তা অনুপ কুমার ঘোষ, আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়’র কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী প্রমূখ। প্রশিক্ষণে চাকলাহাট ইউনিয়নের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

উপরে