প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০ ২০:৩৪

সাপাহারে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

নওগাাঁর সাপাহারে উপজেলা পর্যায়ে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস রাইট্স প্রজেক্ট উপজেলা সিএস এলায়েন্স এবং উপজেলার ৭টি মাদ্রাসা ও ৭টি উচ্চ মাধ্যমিক সহ মোট ১৪টি বিদ্যালয়ের প্রধানদের সাথে নারী’র অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

নেটজ্ বাংলাদেশ কারিগরী সহযোগিতায় ও ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে সোমবার সকাল ১০টায় সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর।

আরো বক্তব্য প্রদান করেন পাতাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সানাউল্লা,তিলনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, কলমুডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: কাহার, প্রকল্পের ফিল্ড অফিসার ভানু রায় সহ আরো অনেকে।

উপরে