প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০ ২০:৪৫

কাহালু থানা পুলিশের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালু থানা পুলিশের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

সোমবার বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর সার্বিক দিক-নির্দেশে কাহালু থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা এস আই গুলবাহার খাতুন, এ এস আই মাসুদ রানা ও নারী কনস্টেবল সুবর্ণা খাতুন সরেজমিনে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রত্নাগাড়ী গ্রামের আজিম উদ্দিনের বিয়ের বাড়ীতে উপস্থিত হন এবং বাল্য বিবাহ বন্ধ করে দেন। কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রত্নাগাড়ী গ্রামের আজিম উদ্দিনের কন্যা আরফিন খাতুন (১২) এর সাথে একই উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রামের নুরুল ইসলাম এর পুত্র লাজিম ইসলাম (১৬) এর সাথে বিয়ের কথা ছিল। উক্ত গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাল্য বিবাহ বন্ধ করে দিয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার কন্যাকে বিবাহ না দেওয়ার অঙ্গীকার নামায় স্বাক্ষর নেওয়া হয়। এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি জানান, বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার কন্যাকে বিবাহ না দেওয়ার অঙ্গীকার নামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাল্য বিবাহ বন্ধ ও কাহালুকে মাদক মুক্ত করতে থানা পুলিশ প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছে।

উপরে