প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০ ২০:৫৬

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের অর্থদণ্ড সহ কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার
দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের অর্থদণ্ড সহ কারাদণ্ড

দুপচাঁচিয়া উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (নেসকো লিঃ) কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আশরাফুল আলম রাব্বি(২১) নামের এক যুবককে অর্থদণ্ড সহ কারাদণ্ড দিয়েছেন। গত রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এস এম জাকির হোসেন অভিযোগ পেয়ে নিজে বিদ্যুৎ অফিসে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আশরাফুল আলম উপজেলা সদরের ব্যবসায়ী আক্কাছ আলীর ছেলে।

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক(এসআই) জাকির হোসেন ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশরাফুলকে নগদ পাঁচশত টাকা জরিমানা ও ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

উপরে