প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৭

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে হিলিতে ২ ফার্মেসীকে জরিমানা

হিলি (দিনাজপুর)
মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে হিলিতে ২ ফার্মেসীকে জরিমানা

দিনাজপুরের হিলিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

মঙ্গলবার দুপুর ১২ টায় হিলি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় মন্ডল ফার্মেসীকে ১০ হাজার টাকা ও জাহিদ ফার্মেসীকে ৫ হাজার, মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন,আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হিলি বাজারের ঔষধ ফার্মেসীগুলোতে অভিযান চালিয়েছি। অভিযান চালিয়ে মন্ডল ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেয়েছি এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আপর দিকে জাহিদ ফার্মেসীতেও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। তাকেও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপরে