প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৮

কুড়িগ্রামে ভারি বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি

কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে ভারি বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি
কুড়িগ্রামে ভারি বৃষ্টি ও উজানের ঢলে ধরলা ও তিস্তাসহ আবারো বাড়ছে সবকটি নদ নদীর পানি।ধরলা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
ফলে নিচু এলাকার বেশ কিছু আমন ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে।পানি উঠেছে বেশ কিছু ঘর বাড়িতেও। পানি বাড়ার কারনে বিভিন্ন এলাকায় নদ নদীর ভাঙ্গন তীব্ররুপ ধারন করেছে।
 
উলিপুরের চর বজরা, সদর উপজেলার সাডোব, মোঘলবাসা, ফুলবাড়ীর চর মেকলি ও ভুরুঙ্গামারীর ধাউরারকুঠিসহ ৬৭টি পয়েন্টে ভাঙ্গন অব্যাহত রয়েছে।
উপরে