প্রকাশিত : ১ অক্টোবর, ২০২০ ১৭:০৪

বগুড়া ওয়াইএমসিএ তে এইচ.এস.সি নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

বগুড়া ওয়াইএমসিএ তে এইচ.এস.সি নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

বৃহস্পতিবার সকালে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এইচএসসি তে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয় ভার্চুয়াল পদ্ধতিতে।

উক্ত ওরিয়েন্টেশন ভার্চুয়াল ক্লাসের উদ্বোধন করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি। উদ্বোধনকালে তিনি বলেন, ডিজিটাল যুগে ভার্চুয়াল সিস্টেমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা বর্তমান সরকারের এক যুগান্তকারী সফলতা। গত ১৭ মার্চ হতে অদ্যাবধি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ইউটিউবের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। সারাবিশ্বে কোভিড-১৯ নামক একটি মহামারী যেটা হতে আমরা এখনো বেড়োতে পারিনি। এর প্রতিষেধক আমাদের হাতের নাগালে না এলেও সামাজিক দূরুত্ব বজায় রেখে, সচেতনতার মধ্য দিয়ে প্রতিহত করার চেষ্টা করছি। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরার উপস্থাপনায় ভার্চুয়াল পদ্ধতিতে ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নেন সহকারী প্রধান শিক্ষক দিবা পারভীন আকতার, প্রভাতী শাখার গ্লোরী লুবনা চাম্বুগং, প্রশাসনিক কো-অর্ডিনেটর শফিউল আলম নিটু, প্রভাষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উপরে