প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২০ ১৬:০২

দুপচাঁচিয়া থানায় নারী ও শিশু হেল্পডেক্সের অব্যাহত কার্যক্রম সফলতা এনেছে

এম,সরওয়ার খানঃ
দুপচাঁচিয়া থানায় নারী ও শিশু হেল্পডেক্সের অব্যাহত কার্যক্রম সফলতা এনেছে

বিশ্ব মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ পুলিশ এর মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর দিক নির্দেশনায়  সারা বাংলাদেশের ন্যায় বগুড়া জেলার মানবিক পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞার সুদক্ষ নির্দেশনায় দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের তত্ত্বাবধানে থানার নারী ও শিশু হেল্পডেক্স এর কার্যক্রম গত ১ জানুয়ারী/২০২০ ইং তারিখ থেকে ১ অক্টোবর/২০২০ পর্যন্ত ১৮০ জন নারী শিশু সেবা পেয়েছে।

থানা সূত্রে জানা যায় এ পর্যন্ত ১৪৫ জন নারী, ৯ জন শিশু ও ২৪ জন দর্শনার্থী নারী ও শিশু হেল্ডডেক্সের আন্তরিক সেবা পেয়েছে। এছাড়াও এই সময়ের মধ্যে নারী শিশু মামলা দায়েরের সংখ্যা ২টি।

থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, থানার সকল এসআই, এএসআই, কনস্টেবল সহ নারী পুলিশ সদস্যরা থানায় অব্যাহতভাবে নারী ও শিশুদের সেবা প্রদান করে যাচ্ছেন।

তিনি আরও জানান যে, থানার নারী ও শিশু হেল্পডেক্স এর সার্বক্ষনিক তৎপরতার কারণে এ থানা এলাকায় নারী ও শিশু নির্যাতনের হার প্রায় শুন্যের কোঠায় নেমে এসেছে। 

উপরে