প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২০ ১৪:৩৯

গরীবদের নাগালের বাহিরে কুড়িগ্রামের কাঁচা বাজার

কুড়িগ্রামঃ
গরীবদের নাগালের বাহিরে কুড়িগ্রামের কাঁচা বাজার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরীব মানুষদের নাগালের বাহিরে কাঁচা বাজারের তরিতরকারির দাম। অস্বাভাবিক দামে গরীব ক্রেতারা তরকারী কিনতে হিমশিম খাচ্ছে।

বুধবার সকালে ফুলবাড়ীর কিছু সবজির বাজার ঘুরে দেখা যায়, বরবটি ৬০টাকা, ঢেঁরস ৫০ টাকা, পোটল ৬০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, করলা ৫০-৬০ টাকা, কাঁচা পেপে ৩০-৩৫ টাকা, পুইশাক ২০ টাকা, মিষ্টি কুমরা ৫০টাকা দরে বিক্রি হচ্ছে। গংগারহাট বাজারে মাছের দাম বরাবরের মতো একই রকম অাছে। শিং মাছ ৫০০-৬০০ টাকা,পাঙ্গাস ১১০টাকা,তেলাপিয়া ১১০-১২০ টাকা,রুই,কাতলা মাছ ১২০-১৫০ টাকা,টেংরা ৬০০-৭০০টাকা দরে বিক্রি হচ্ছে।

বালারহাট বাজারের জলিল মিয়া জানান,ক্রেতাদের কাছে কোনো সবজির দাম চাওয়া যাচ্ছে না। দাম অনেক বেশি। দাসিয়ারছড়া বাজারের ব্যাবসায়ি খোকন জানান,অামরা মাল কিনতে পারছি না। যে ভাবে কিনতেছি সে ভাবেই বিক্রি করতেছি।

কাশিপুর কলেজমোড় বাজারের ঠেলাগাড়ী চালক সায়েম জানান,সারাদিনে যা রোজগার করি তা দিয়ে তরিতরকারি কেনা সম্ভব হয় না। সবজি বাজার গরীবদের নাগালের বাহিরে চলে গেছে। সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে গরীবদের বাঁচা মুশকিল হবে।

উল্লেখ্যে অতি বৃষ্টি,বন্যা ও কিছু দালাল চক্রের কারনে সবজি বাজারের বেহাল অবস্হা।

উপরে