প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২০ ১৭:৩২

এডাব সদস্যভূক্ত সংগঠনের দক্ষতা উন্নয়ন মূল্যয়ন বিষয়ক কর্মশালা

ষ্টাফ রিপোর্টার
এডাব সদস্যভূক্ত সংগঠনের দক্ষতা উন্নয়ন মূল্যয়ন বিষয়ক কর্মশালা

আজ বুধবার বগুড়া ওয়াই এমসিএ পল বেসরা অডিটরিয়ামে এডাবের উদ্যোগে বগুড়া, নওগাঁ, নাটোরের সদস্যভূক্ত সংগঠনের প্রধানদের নিয়ে সংগঠনের দক্ষতা, উন্নয়ন মূল্যয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালাটি এডাব বগুড়া অনুসংগঠনের উপদেষ্টা শেখ মোঃ আবু হাসানাত এর সভাপতিত্বে মুখ্য আলোচনায় অংশ নেন বগুড়া এডাবের উপদেষ্টা বগুড়া ওয়াই এমসিএ এর প্রধান নির্বাহী অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। তিনি বলেন, বিভিন্ন সংগঠনের নীতি নির্ধারকগণ নিজস্ব ক্যাপাসিটি দ্বারা ভুল ভ্রান্তি শুধরিয়ে নীতিগত নিয়ম ফলো করে অভিজ্ঞতার আলোকে সংগঠনগুলোকে যেন এগিয়ে নিতে পারে এ লক্ষ্যেই আজকের এ কর্মশালা। এ কর্মশালায় সরকারের সাথে যোগাযোগ রক্ষা, প্রশাসনিক অবকাঠামো, মানব সম্পদ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা, সংস্থা ব্যবস্থাপনা, কর্মসূচী ব্যবস্থাপনা  ও প্রকল্প মূল্যায়ন ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করা হয় যেন ভবিষ্যতে এডাব সদস্যভূক্ত সংগঠন দক্ষতার সহিত কাজ করতে পারে। তিনি আরও বলেন, দীর্ঘ ৭ মাস বৈশ্বিক সমস্যার কারণে এনজিও গুলোর মুখ থুবড়ে পড়েছে। এ থেকে শিক্ষা নিয়ে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে চিন্তা ভাবনা করে এগোতে হবে। সংগঠনকে শক্তিশালী করার কৌশল খুজে বের করতে হবে। অসাম্প্রদায়িক সমাজ বিনির্মিান দরিদ্র নারী পুরুষ সহ সকল প্রকার বৈষম্য ও নিপীড়ন হতে মুক্ত করার জন্যই এডাবের আত্মপ্রকাশ ঘটেছিল। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডাব অনুসংগঠন বগুড়ার সভাপতি টিপু সুলতান মুজিদুল ইসলাম, সদস্য সচিব জিয়াউর রহমান, নাটোর জেলা সভাপতি প্রভাতী রানী বসাক, গ্রাম বিকাশ সংস্থার নির্বাহী পরিচালক নাজির হোসেন, জাহেদুর রহমান, মোদাচ্ছির রহমান সহ প্রমুখ। এডাব বিভাগীয় সমন্বয়কারী কে এম ওবায়দুর রহমান জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালা প্রজেক্টরের মাধ্যমে পরিচালনা করেন এডাবের কর্মসূচী পরিচালক কাওসার আলম কনক ও এডাব সদস্য রিসোর্সপুল নরেশ চন্দ্র মধু। খবর বিজ্ঞপ্তির।

উপরে