প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২০ ১৭:৫৪

বিরামপুরে দূর্গাপূজা উদযাপনে আইন-শৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে দূর্গাপূজা উদযাপনে আইন-শৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৫টি মন্ডবে উৎসাহ-উদ্দীপনায় পূজা উদযাপনে সকল মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের নেতা কর্মী ও সাংবাদিকদের নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার, ওসি মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, শ্রী দিলীপ কুমার, শিবেস কুমার কুন্ডু, মুকুন্দপুর ইউ.পি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিরামপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার, সাধারণত সম্পাদক শান্ত কুমার কুন্ডু দিনাজপুর সাংবাদিক কল্যাণ সভাপতি আকরাম হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান বক্তব্য রাখেন। পরে সকল মন্ডবে সরকারি অনুদানের ডিও বিতরণ করা হয়।

উপরে