প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০ ১৭:০৬

পঞ্চগড়ে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে নারী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে নাটাবের মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে নারী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে নাটাবের মতবিনিময় সভা

যক্ষ্মারোগ প্রতিরোধে সুশিল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ওই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিটি-নাটাব পঞ্চগড় জেলা শাখা। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। নাটাব পঞ্চগড় জেলা শাখার সদস্য নুর নেহার পুতুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন নাটাব’র রংপুর বিভাগের প্রতিনিধি কাওছার উদ্দীন, নাটাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমূখ।

সভায় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান বলেন, যèারোগ নিরাময়যোগ্য হলেও বাংলাদেশে কুসংস্কারসহ বিভিন্ন কারণে এই রোগটি এখনো নিয়ন্ত্রণে আসছে না। সম্পূর্ণ বিনা খরচে রোগ নিরূপণ ও চিকিৎসা করা হলেও গ্রামের অনেক মানুষ বিষয়টি নিয়ে অবহিত নন। বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এলে খুব কম সময়ের মধ্যে অন্যান্য রোগের মত এই রোগটি নিয়ন্ত্রণ এমনকি নির্মূল করা সম্ভব। এ েেত্র শিক, সাংবাদিক, ইমাম, পল্লী চিকিৎসক, সংস্কৃতিক কর্মী, নারী সংগঠনের নেতৃবৃন্দসহ পেশাজীবিরা এগিয়ে আসতে পারে। এ বিষয়ে আমরা সমাজের সকল মানুষকের সচেতন করতে পারলে যèারোগ নিয়ন্ত্রণ করা সহজতর হবে।

উপরে