প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০ ১২:৩৬

কুড়িগ্রামে কার্লভাট ভেঙ্গে চলাচল বন্ধ

কুড়িগ্রাম সংবাদদাতাঃ
কুড়িগ্রামে কার্লভাট ভেঙ্গে চলাচল বন্ধ

কুড়িগ্রামের উলিপুরে ধামশ্রণী ইউনিয়নের ভদ্রপাড়া নামক স্হানে সড়কের কার্লভাট ভেঙ্গে সব ধরনের চলাচল বন্ধ হয়েছে।ফলে ওই এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে।

কার্লভাট ভেঙ্গে প্রায় ২ মাস অতিবাহিত হলেও সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি। প্রায় ২ মাস পূর্বে ভারি বর্ষনের কারনে রিংকার্লভাট দেবে যায়।এরপর পানির স্রোতে কার্লভাটের আর অস্হিত্ব নেই।

এরপর থেকে রিক্সা,ভ্যানসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই স্হানে আমন ধানের ক্ষেত পরিচর্যাকারী কৃষক খালেক ক্ষোপ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা ভোটের সময় বড় বড় কথা বলে ভোট নিয়ে যান। অথচ ২ মাস ধরে হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহালেও তাদের সন্ধান মিলছে না। সমস্যা সমাধানে এগিয়ে আসছে না কেউ। পরে আমি আমার নিজ উদ্দ্যোগে বাঁশ দিয়ে কোন রকম যাতায়তের জন্য সাঁকো তৈরি করেছি।

ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান সরদারের সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনের নাম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা প্রকৌশলী কে কে এম সাদেকুল আলম জানান,সমস্যাটির বিষয়ে উপজেলা পরিষদ এবং প্রশাসন অবগত।

উপরে