প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০ ১৩:৪৭

কাহালুতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
কাহালুতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

“নিরাপদ দেশ গড়ি, নারী ধর্ষণ রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার কাহালু উপজেলা পরিষদ হলরুমে বগুড়া জেলা পুলিশ ও কাহালু পৌর বিট পুলিশিং এর যৌথ উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোতাহার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম।

কাহালু পৌর বিট পুলিশিং এর অফিসার ও থানার সেকেন্ড অফিসার আবু শাহিন কাদির এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক (তোতা)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, কাহালু পৌরসভার কাউন্সিলর আছমা খাতুন, “সুজন” কাহালু উপজেলার শাখার সভাপতি আব্দুস সাত্তার, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছাদেক আলী, কাহালুর উত্তরসুরীর মডরেটর অর্ণন্না সুলতানা, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জেরিন ফারিহা প্রভা প্রমূখ। সমাবেশে উপস্থিত ছিলেন কাহালু পৌর বিট পুলিশিং এর সদস্য, পৌর কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড হতে আসা মহিলাবৃন্দ। এছাড়াও কাহালু উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।  

 

উপরে