প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০ ১৭:৪২

পঞ্চগড়ে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ১০ দিনব্যাপি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।আজ রোববার সকালে আমলাহার ডিগ্রি কলেজে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। আমলাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র রায়, পঞ্চগড় সদর উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমাতুন নেহার, উপজেলা প্রশিক্ষক মো. হাসিবুল ইসলাম প্রমূখ।১০ দিনের এই প্রশিক্ষণে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ৬৪ জন নারী-পুুরুষ অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ।

উপরে