প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০ ১৩:৫৮

কুড়িগ্রামে নবজাতক তিন কন্যাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত দরিদ্র পরিবারটির

অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে নবজাতক তিন কন্যাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত দরিদ্র পরিবারটির

পাঁচ কন্যা সন্তান থাকার পরেও এক সাথে তিন(৩) কন্যা সন্তানের জন্ম দিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে হতদরিদ্র পরিবারটি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদ্য জন্ম নেয়া তিন কন্যাকে দত্তক দেয়ার ঘোষণা দিয়েছে দম্পত্তির এক স্বজন। সদ্যজাত তিন সন্তানের অবস্হা স্হিতিশীল থাকলেও ভালো নেই জন্ম দেয়া মায়ের। মিলছে না সু চিকিৎসা। জন্মের ছয় দিনেও নাম রাখা হয়নি তিন শিশু সন্তানের।

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের দিনমজুর সাইফুর রহমানের সাথে বিশ বছর আগে নাগেশ্বরীর আইয়ুব আলীর বড় মেয়ে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর সংসারে এক এক করে পাঁচ কন্যার জন্ম দেন। একজন নবম শ্রেনী,একজন সপ্তম শ্রেনী এবং দুই জন শিশু শ্রেনীতে অধ্যায়নরত। দারিদ্র পরিবারে এতগুলো সন্তান নিয়ে টানাপড়নের মধ্যে দিয়ে দিন কাটে ফাতেমা - সাইফুর দম্পত্তির। এর মাঝে পুত্র সন্তানের প্রত্যাশায় আবারো গর্ভধারণ করে ফাতেমা। গত সোমবার (১২ই অক্টবর) বিকালে এক সাথে তিন কন্যা সন্তানের জন্ম দেন ফাতেমা।এক সাথে তিন কন্যার জন্ম দিয়ে খুশি হতে পারেনি ফাতেমার পরিবার ও আত্মীয়রা। ফাতেমার স্বামী মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে।

ফাতেমার মামা মেহের আলী জানান,সদ্য জন্ম নেয়া তিন কন্যা সন্তানকে দত্তক দেয়ার চিন্তা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়েছিল। ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু জানান,পরিবার টিকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান,ওই তিন সন্তানকে মানুষ করার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে সরকারী সুযোগ সুবিধা দেয়া হবে ।

উপরে