প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০ ১৮:৫৫

পোরশায় আমন বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় আমন বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস

নওগাঁর পোরশায় আমন বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় দিবসটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ছাওড় ইউপির চককীত্তলি মাঠে অনুষ্ঠিত হয়। বগুড়া রিজিওনাল মনিটরিং ইউনিটের মনিটরিং অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিকের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই এর সঞ্চালনায় মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ এএফএম গোলাম ফারুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহফুজ আলম। এসময় উপজেলা কৃষি অফিসার বকুল ইসলামসহ এলাকার অর্ধশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপরে