প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০ ১৯:১৭

সাপাহারে মোবাইলকোর্টে করচাল জাল ধ্বংস

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে মোবাইলকোর্টে করচাল জাল ধ্বংস

নওগাঁর সাপাহারে মোবাইলকোর্ট পরিচালনা করে জব্দকৃত ৮ শ' হাত করচাল জাল ধ্বংস করা হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।

জানাগেছে, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার জবইবিলে করমুডাঙ্গা এলাকায় একদল জেলে কোন প্রকার অনুমিত ছাড়াই করচাল জাল নিয়ে মাছ ধরতে যায়। এসময় বিল পাহারাদারের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে রেখে পালিয়ে যায় জেলেরা। খবর পেয়ে উপজেলা মৎস্য অফিস কর্তৃক ৮ শ' হাত করচাল জাল জব্দ করে। ওইদিন দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মোবাইলকোর্টের মাধ্যমে আগুন দিয়ে পুড়িয়ে জালগুলি ধ্বংস করা হয়।

এসময় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জবইবিল মৎস্যজীবি সমিতির সভাপতি বকুল হোসেন, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা, সাংবাদিক প্রদীব সাহা উপস্থিত ছিলেন।

উপরে