প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১ ১৬:৪৯

নন্দীগ্রামে মাঠ দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
নন্দীগ্রামে মাঠ দিবস পালিত

নন্দীগ্রামে মাঠ দিবস পালিত হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট, সরিষা,  আলু, ভূট্রা, বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উপজেলার সিংড়া খালাশ গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবুর সভাপতিত্বে মাঠ দিবস উপলক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আতথির বক্তব্য রাখেন,  সোহেল মোহাম্মাদ শামসুউদ্দিন ফিরোজ, অতিরিক্ত এ,ডি,ডি (উদ্যান)  বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন আ: জা: মু: আহসান শহীদ সরকার,  এ,ডি,ডি,(উদ্যান) মো: শামসুউদ্দিন এ,ডি,ডি (শষ্য) মো: গাজীউল হক বীজ প্রত্যায়ন অফিসার, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য, মো: নজরুল ইসলাম উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপসহকারী কৃষি অফিসার মো: জহুরুল ইসলাম ও সুজন কুমার। সরিষা চাষি আসাদ আলী, জাফর আলী, আব্দুল মজিদ, মজনু, আব্দুল হামিদ,প্রমুখ। প্রধান অতিথি আলু সরিষা সহ চলতি মৌসুমে সকল আবাদ সুষ্ঠভাবে ঘড়ে তোলার জন্য সময় মত নিরানী সেচ সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

 

উপরে