প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১ ১৫:২৮

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে হিলি চেকপোস্টে ফুল ও মিষ্টি বিনিময়

মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে হিলি চেকপোস্টে ফুল ও মিষ্টি বিনিময়
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্টে ভারত-বাংলাদেশের কাস্টমস কর্মচারী-কর্মকর্তাদের মাঝে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সীমান্তের চেকপোস্টে বাংলাহিলি কাস্টমস ও ভারত হিলি কাস্টমস, উভয় দেশের কাস্টমস কর্মচারী-কর্মকর্তার মধ্যে ফুল ও মিষ্টি বিনিময় হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম সহ কাস্টমস কর্মচারী-কর্মকর্তা এবং ভারত হিলি কাস্টমসের এসি এসকে প্রধান সহ তাদের কাস্টমস কর্মচারী-কর্মকর্তা গণ।
 
হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম বলেন, প্রতি বছরের ন্যায় সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে  এবছরও ২০২১ আন্তর্জাতিক কাস্টমস দিবস আমরা উদযাপন করছি। হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ভারতে সাথে আরও সুসম্পর্ক গড়ে তোলার জন্য তাদের সাথে ফুল ও মিষ্টি বিনিময় করেছি। আমরা আশা করছি হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য সহ আমদানি-রপ্তানি আরও বৃদ্ধি পাবে।
উপরে