প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১ ১৭:২৪

সাপাহারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধন

দেশের সঙ্কটাপন্ন অবস্থায় কোভিট-১৯ মোকাবেলায় নওগাঁর সাপাহারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন এর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টায়  ভিডিও কনফারেন্সের  মাধ্যমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, এম,পি, মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয়।

এসময় ফোন কনফারেন্সে যুক্ত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলি আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন নওগাঁ এ ডি এন আবু হানিফ সহ তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা।

ভার্চুয়াল মিটিং শেষে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের কক্ষ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চেীধুরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী সহ স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল ডাক্তার ও নার্সগণ।

স্বাস্থ্য কর্মকর্তা ডা:মুহা রুহুল অমিন জানান, সেন্ট্রাল অক্সিজেন রুমে একই সাথে ৩৬টি অক্সিজেন সিলিন্ডার সংযোগ দেওয়ার ব্যাবস্থা রয়েছে, তবে বর্তমানে ১৪টি অক্সিজেন সিলিন্ডার মজুদ সহ সক্রিয় রয়েছে এবং সঙ্কটাপন্ন মুমুর্ষ রোগীকে অক্সিজেন সরবরাহের জন্য প্রতিটি রুগির বেডে অক্সিজেন নেয়ার পয়েন্ট রয়েছে।

তিনি আরো জানান,এই সব কিছুর কৃতিত্ব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অত্র উপজেলার নির্বাচনী এলাকার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, এম,পি, মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের।

 

উপরে