প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১ ২১:০০

ইমাম শিক্ষক ও আলেম-ওলামা সমাজের সম্মানিত ব্যক্তি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
ইমাম শিক্ষক ও আলেম-ওলামা সমাজের সম্মানিত ব্যক্তি

বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেছেন, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক ও আলেম-ওলামাগণ হলেন সমাজের সম্মানিত ব্যক্তি। তাদের প্রতি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ আস্থাশীল। তাই দেশ ও জাতির উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলমের আয়োজনে ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। 

বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে এবং আব্দুল হাই মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আবু জাফর আলী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ নেছার উদ্দিন, মাও: ইউসুফ ছাইফি, প্রধান শিক্ষক মিজানুর রহমান, মেজবাউল আলম, আনোয়ারুজ্জামান, নজরুল ইসলাম মাস্টার, নুর আলম প্রমুখ।  

 

উপরে