প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১ ২১:১১

গাবতলীতে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার বগুড়ার গাবতলী মডেল থানার আয়োজনে স্থানীয় নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের হলরুমে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইমলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ হেড কোয়াটার্সে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দিগ্রাম সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গোফ্ফার, নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা, ইউপি মেম্বার, মনোয়ারা বেগম, মাহমুদুন নবী অটল প্রমূখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের কর্মকর্তাগণ, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিকবৃন্দ, শিক্ষকগণ, ইউপি মেম্বারগণ, সুধিবৃন্দ, হিন্দু-মুসলিম নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই শাম্মী আকতার।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার মাদক দ্রব্যসহ সমাজে সকল প্রকার অপরাধ বিষয়ে সচেতনতা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ ছাড়া সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। 

উপরে