প্রকাশিত : ২৩ মে, ২০২২ ১৭:৩৮

ফিস্টুলামুক্ত পঞ্চগড়ে আন্তর্জাতিক ফিস্টুলা দিবস পালন

পঞ্চগড় প্রতিনিধি
ফিস্টুলামুক্ত পঞ্চগড়ে আন্তর্জাতিক ফিস্টুলা দিবস পালন

ফিস্টুলামুক্ত পঞ্চগড় জেলায় আন্তর্জাতিক ফিস্টুলা দিবস পালন করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ল্যাম্ব হাসপাতাল দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

এ উপলক্ষে গতকাল সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কাওছার আহমেদ, সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. মো. সাইফুল ইসলাম, ল্যাম্ব হাসপাতালের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. তাহমিনা খাতুন সোনিয়া, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়াউদ্দীন, ল্যাম্বের জেলা সমন্বয়কারী আমেনা খাতুন প্রমূখ। আলোচনা সভা শেষে ফিস্টুলামুক্ত পঞ্চগড় ঘোষণায় কেক কাটা হয় এবং ফিস্টুলা থেকে সুস্থ্য হওয়া দুই নারীকে জেলা স্বাস্থ্য বিভাগের সৌজন্যে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

 

উপরে