প্রকাশিত : ২৫ মে, ২০২২ ২২:১৪

সৈয়দপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা

নীলফামারীর সৈয়দপুরে অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ ওই  মতবিনিময় সভার আয়োজন করে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও  উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী।

মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর নীলফামারী জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর কামাল হোসেন শাহ্।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও খাতামধুুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজমল হোসেন, জাতীয় পার্টি (এ) সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জি এম কবির মিঠু, বাংলাদেশের ওয়ার্কর্স পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সদস্য ওবায়দুর রহমান, বিএনপি সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুকুল। এর আগে মতবিনিময় সভার শুরুতেই রাজনৈতিক দলে নারীদের অবস্থা ও অবস্থানের ধারণাপত্র উপস্থাপন করেন বোতলাগাড়ী ইউনিয়নের অপরাজিতা মোছা. রুমানা বেগম।

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জুলিয়া আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় সংস্থার সৈয়দপুর উপজেলা সমন্বয়কারী মোছা. রীমা আক্তারসহ সৈয়দপুর উপজেলার পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বোতলাগাড়ী, বাঙ্গালীপুর ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধিরা অংশ নেন। এতে রাজনৈতিক দলগুলোতে নারীর  অবস্থা ও রাজনৈতিক ক্ষমতায়নে বিষয়ে বিস্তারিত আলোচনা  করা হয়েছে।                           

উপরে