প্রকাশিত : ২৮ মে, ২০২২ ১৫:৪৫

পঞ্চগড়ে জৈব বালাইনাশক ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জৈব বালাইনাশক ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা

‘জৈব বালাইনাশক ব্যবহার করি, নিরাপদ খাদ্য উৎপাদন করি’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে জৈব বালাইনাশক ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পঞ্চগড় স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন হলরুমে ওই মতবিনিময় সভার আয়োজন করে রুল্স আইপিএম বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. নাইম হাসান ও উপ ব্যবস্থাপনা পরিচালক ড. সফিকুল আক্তার। সভায় বক্তারা বলেন, জৈব বালাইনাশক ব্যবহার করলে জমির গুণগতমান বজায় থাকবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। রাসায়নিক সারের ব্যবহার অনেক কমে আসবে। সভায় চা চাষী বসিরুল আলম প্রধান, জসিয়ার রহমান প্রধান, আবু তোয়বুর রহমান বক্তব্য দেন। সভায় চা চাষী, পরিবেশক, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপরে