প্রকাশিত : ২৫ জুন, ২০২২ ২১:২৩

নীলফামারী জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামের শ্বশুরের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামের শ্বশুরের ইন্তেকাল

নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামের শ্বশুর আলহাজ্ব সিরাজুল ইসলাম  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। 

শনিবার(২৫ জুন) বিকেল চারটায় সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া করিম শাহ্ লেনের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ এশা সৈয়দপুর রেলওয়ে কারখানা গেটবাজার সংলগ্ন ঈদগাহ্ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে  বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার স্টোর শপ এর অবসরপ্রাপ্ত কর্মচারী এবং নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার মো. ওবায়দুল ইসলাম রতন ও নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নুরে আকতার জাহানের বাবা।

মরহুমের মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন, সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন ,লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান  লায়ন রেয়াজুল আলম রাজু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শফিয়ার রহমান সরকার, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাষ্টার মো. শওকত আলী, মো. আলমগীর হোসেন, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি,সাধারণ সম্পাদক রাব্বী প্রধান, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, জসিম উদ্দিন প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

উপরে