প্রকাশিত : ২৫ জুন, ২০২২ ২১:৩১

বগুড়া কলেজ থিয়েটারের তিনদিনের নাট্যকর্মশালা শেষ হচ্ছে রোববার

ষ্টাফ রিপোর্টার
বগুড়া কলেজ থিয়েটারের তিনদিনের নাট্যকর্মশালা শেষ হচ্ছে রোববার

বগুড়া কলেজ থিয়েটারের আয়োজনে তিনদিনের নাট্যকর্মশালা রোববার শেষ হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় বগুড়া থিয়েটার কার্য্যালয়ে নাট্য কর্মশালার উদ্বোধন করেন বগুড়া থিয়েটারের সভাপতি মুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুর রশীদ রাজা।

কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়ের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক অলক পাল। নাট্যকর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন নাট্যাভিনেতা রুবল লোদী ও শাহাদৎ হোসেন। দ্বিতীয় দিন শানিবার প্রশিক্ষক ছিলেন কবি ও সাংবাদিক এইচ আলিম, নাট্যাভিনেতা এডঃ গোলাম মোস্তফা জিয়ন ও কাজী রাফিয়া সাঈদ। কর্মশালায় মোট ৩৫ জন তরুণ অংশগ্রহণ করছে। কর্মশালায় নাটকের জন্য, মঞ্চ ব্যবস্থাপনা, আলোক ব্যবস্থাপনা, পান্ডুলিপি, সংবাদ লেখার কৌশলসহ অভিনয়ের বিভিন্ন প্রয়োজনীয় দিক নিয়ে প্রশিক্ষকগণ আলোকপাত করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুনরাই আগামী দিনের স্বপ্নের দেশ গঠনে ভূমিকা রাখবে। নতুনরাই নতুন নাটক নিয়ে মঞ্চে কাজ করবে। সমাজ সংস্কারে ভূমিকা রাখবে। সমাজ গঠনে ভূমিকা রাখতে সাংস্কৃতিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রতিটি তরুণকে সাংস্কৃতিক চেতনায় এগিয়ে যেতে হবে।

বগুড়া কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয় জানান, রোববার ২৬ জুন সন্ধ্যায় আনুষ্ঠিকভাবে শেষ হবে নাট্যকর্মশালায়। 

উপরে