প্রকাশিত : ২৫ জুন, ২০২২ ২১:৩৫

সাপাহারে যানজট দূরীকরনে উপজেলা প্রশাসনের উদ্যোগ গ্রহন

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ
সাপাহারে যানজট দূরীকরনে উপজেলা প্রশাসনের উদ্যোগ গ্রহন
নওগাঁর সাপাহারে যানজট দূরীকরনে ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উদ্যোগ গ্রহন করেছে।
 
শনিবার সাপাহার সদরের প্রতিটি সড়কে যানবাহন নিরাপদে পারাপার ও রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন কে এ উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে।
 
উল্লেখ্য যে,সাপাহার উপজেলায় এবারে আম বাজার জমজমাট হয়ে ওঠে কিন্তু রাস্তার দুই ধারে গর্ত ও কাঁদার সৃষ্টি হওয়ায় আম বিপণনকারী যানবাহন ট্রাক-পিকআপ, অটোভ্যান ও অটো রিক্সা গুলোকে কাঁদার মধ্যে পড়ে যানজট সৃষ্টি সহ বিভ্রান্তিতে পড়তে হয়। এই সমস্যার সমাধান করার লক্ষ্যে  উপজেলা নির্বাহী অফিসার রাবীস ও বালি ফেলে  এ সমস্যার সমাধান করেন।
 
এ ধরনের মানবতা কাজের জন্য ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের বিভিন্ন দোকানদার গন জানিয়েছে এই ধরনের  উদ্যোগ  খুব ভাল লেগেছে, তার এ ধরনের উদ্যোগ গ্রহণে যানজট কমবে এবং নিরাপদে আম বিক্রয় করতে পারবে এলাকার চাষিগণ।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি জানান রাস্তার দুই ধারে অনেক গর্ত ও কাঁদা হয়েছিল এগুলো নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি যাহা জনস্বার্থে অব্যাহত রাখার চেষ্টা করবো।
উপরে