প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৫

সোনালী ব্যাংক এবং টিএমএসএস এর উন্নয়নমূলক মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক এবং টিএমএসএস এর উন্নয়নমূলক মতবিনিময় সভা

সোনালী ব্যাংক লিমিটেড এর উর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক টিএমএসএস ও বিসিএল গ্রুপ এর উন্নয়নমুলক বিভিন্ন কার্যক্রম সরোজমিনে পরিদর্শনের পর সোনালী ব্যাংক এবং টিএমএসএস এর মধ্যে এক মতবিনিময় সভা গত শুক্রবার হোটেল মমইন বগুড়ায় সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। 

উক্ত উন্নয়নমূলক মিটিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ড. মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উক্ত ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, জেনারেল ম্যানেজার মোঃ নূরুন নবী, এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনজুর মোরশেদ প্রমুখ। 

বক্তব্য রাখেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র উপাচার্য প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক রোটাঃ ডা: মোঃ মতিউর রহমান, মোঃ আমিনুল ইসলাম, সারওয়ার মোহাম্মদ, অস্ট্রেলিয়ান ক্যান্সার বিষেশজ্ঞসহ টিএমএসএস এবং বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড (বিসিএল)-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ক্ষুদ্রঋণের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে টিএমএসএস দেশব্যাপী ব্যাপক সাড়া জাগিয়েছে এ মন্তব্য করে প্রধান অতিথি বলেন, এ ধরনের যুগোপযোগী বিভিন্ন মানবিক ও আর্থ-সামাজিক কার্যক্রম পরিদর্শন এবং মিটিং এর মাধ্যমে খুব শীঘ্রই নীতিমালার আওতায় থেকে সোনালী ব্যাংক এবং টিএমএসএস একসাথে কাজ করতে পারবে। সভায় সূচনা বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস’র উপ-পরিচালক মুহাম্মদ মমিনুল ইসলাম।

এ সময় টিএমএসএস’র সার্বিক চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন টিএমএসএস এর পরিচালক (ফরেন ফাইন্যান্স) মোঃ মওদুদ হোসেন। অনুষ্ঠানে টিএমএসএস’র উর্ধ্বতন কর্মকর্তা, পরিচালনা পর্ষদের সদস্য, উপদেষ্টা-পরামর্শকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

উপরে