প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২৩ ২১:১৫

চলতি অর্থবছরে হিলি বন্দরে রাজস্ব আদায় ২১৩ কোটি টাকা

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
চলতি অর্থবছরে হিলি বন্দরে রাজস্ব আদায় ২১৩ কোটি টাকা
চলতি (২০২২-২৩) অর্থবছরের গত ৬মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দর রাজস্ব আদায় হয়েছে ২১৩ কোটি ১৭ লাখ টাকা।
 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা ছিলো ২৯৪ কোটি ৬ লাখ টাকা। বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব ঘাটতি হয়েছে ৮০ কোটি ৮৯ লাখ টাকা। ডলার সংকটের কারনে ভারত থেকে আমদানি কমায় এই স্থলবন্দরে কমেছে রাজস্ব আয়, বলছেন ব্যবসায়ীরা। কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, আমদানি বৃদ্ধি পেলে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। 
 
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে হিলি স্থলন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, হিলি বন্দরের আমদানিকারকরা দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখাতে ভারত থেকে পণ্য আমদানি করে থাকে।
 
বাংলাদেশের ব্যাংকগুলো বিভিন্ন পণ্য আমদানিতে ডলার সংকট দেখাচ্ছে। যার জন্য চাহিদা মোতাবেক ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারছেন না। ফলে সরকার যেমন ক্ষতিরমুখে পড়ছেন, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছি। যেখানে ২০০ থেকে ২৫০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রতিদিন এই বন্দরে প্রবেশ করতো। বর্তমানে ১০০ থেকে ১২০ ট্রাক এবন্দরে প্রবেশ করছে। 
 
এদিকে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন বলেন, চলতি অর্থবছরে এই বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ২৯৪ কোটি ৬ লাখ টাকা। রাজস্ব আদায় হয়েছে ২১৩ কোটি ১৭ লাখ টাকা। এতে রাজস্ব ঘাটতি হয়েছে ৮০ কোটি ৮৯ লাখ টাকা। ডলার সংকটের প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরে, এর কারণে কমছে আমদানি। যার ফলে রাজস্ব আদায়ে পড়েছে বড় ঘাটতি। আশা করছি আমদানি-রপ্তানি স্বাভাবিক হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো।
উপরে