পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্যে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রোববার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন। প্রত্যুষে ৩১ বার তপোধনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাে. মজাহারুল হক প্রধান পুস্পস্তবক অর্পণের পর পর জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস. এম.সিরাজুল হুদা পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের পর পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি কুজকাওয়াজ প্রদর্শন করে। দুপুরে পঞ্চগড় সদর উপজলা ও পৌরসভার সকল বীর মুক্তিযাদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় পৌরসভা। সরকারি অডিটারিয়ামে পৌর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বীর মুক্তিযাদ্ধা এটিএম সারোয়ার হোসেন ও ইসমাঈল হোসেন বক্তব্য দেন