প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩ ২১:৪৬

আদমদীঘিতে অগ্নিদগ্ধ হয়ে অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে অগ্নিদগ্ধ হয়ে অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার হার্ভে স্কুল এলাকায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে সাবেক রেলওয়ে টিটিই আলেফ উদ্দিন (৮০) মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে আলেফ উদ্দিন নিজ বাসায় মশার কয়েল জ্বালিয়ে পত্রিকা পড়ছিলেন অসাবধানতাবশত এক সময় তার হাত থেকে পত্রিকার একটি পাতা কয়েলের ওপর ড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। এসময় তার পরণের লুঙ্গি জামাসহ শরীরে আগুন লেগে যায় এবং মারাক্তক ভাবে অগ্নিদগ্ধ হন। দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসকরা ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে ঢাকায় নিয়ে যাবার পথে রাত ১১ টায় তার মৃত্যু হয়। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাকিব হোসেন বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহত করেননি।

উপরে